Legal Info

শর্তাবলী

তাজামার্ট ব্যবহার করার আগে অনুগ্রহ করে আমাদের শর্তাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।

সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৫

১. সাধারণ নিয়মাবলী

আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন। আমরা যেকোনো সময় নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি।

২. পণ্যের তথ্য ও সঠিকতা

আমরা পণ্যের ছবি এবং বিবরণ যতটা সম্ভব নির্ভুল রাখার চেষ্টা করি। তবে, প্রাকৃতিক পণ্য হওয়ায় মশলার রঙ বা টেক্সচারে সামান্য ভিন্নতা থাকতে পারে।

৩. মূল্য এবং পেমেন্ট

পণ্যের দাম বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে। আমরা বর্তমানে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি (COD) গ্রহণ করছি।

৪. শিপিং এবং ডেলিভারি

ডেলিভারি সময় ট্রাফিক বা আবহাওয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। আমরা ঢাকার ভেতরে ২৪-৪৮ ঘণ্টা এবং বাইরে ৩-৫ দিনের মধ্যে পৌঁছানোর চেষ্টা করি।

৫. মেধা সম্পদ (Copyright)

তাজামার্ট ওয়েবসাইটের লোগো, ডিজাইন, টেক্সট এবং ছবি আমাদের নিজস্ব সম্পত্তি। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা নিষেধ।

৬. সীমাবদ্ধতা

পণ্য ব্যবহারের ফলে কোনো পরোক্ষ ক্ষতির জন্য তাজামার্ট দায়ী থাকবে না। আমাদের সর্বোচ্চ দায়বদ্ধতা শুধুমাত্র পণ্যের মূল্যের সমপরিমাণ।

৭. আইন ও এখতিয়ার

এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। যেকোনো আইনি বিরোধ ঢাকা আদালতের এখতিয়ারাধীন থাকবে।

কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন: shop.tazaamart@gmail.com